লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কৃষকের নাম মোঃ বকুল।সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লাহারকান্দি গ্রামে ২৭ কড়া জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

 


লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল আহম্মেদ রাজু, সোহাগ পাটওয়ারী ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজ আলম শাকিব ধান কাটার কাজে সহযোগীতা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, করোনা ভাইরাসের কারনে শ্রমিক না পাওয়ায় লাহারকান্দি গ্রামের বকুল নামে এক কৃষক গতকাল তার ধান কেটে দিতে আমাকে ফোন দেয়। পরে আমি নেতাকর্মীদেরকে নিয়ে আজ তার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, লক্ষ্মীপুর জেলার প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদেরকে বলে দেয়া হয়েছে যেসব কৃষক শ্রমিক ও টাকার সংকটে ধান কাটতে পারেনা তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন