এইডস দিবস : ‘স্বাস্থ্য আমার অধিকার’

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :‘স্বাস্থ্য আমার অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ সহযোগীতায় একটি র‌্যালি বের করা হয়েছে।

র‌্যালিটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন, বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো-অর্ডিনেটর জোবেদা বেগম, একে এম মাহমুদ রিয়াজ, আসাদুজ্জামান চৌধুরী, নুর মোহাম্মদ, ফারুক আহমেদ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন