ঈদে আহসান আলমগীরের যত নাটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মে, ২০১৯ ১:৫৩ অপরাহ্ণ

এবার ঈদে ৭ পর্বের ধারাবাহিকসহ বেশ কিছু একক নাটক ও টেলিফিল্ম নিয়ে আসছেন নাট্যকার আহসান আলমগীর। এর মধ্যে গত ঈদের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’-এর সিক্যুয়াল ‘বউয়ের দোয়া পরিবহন-২’ প্রচারিত হবে ঈদের ৭ দিন প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।

এছাড়া পিকুলিয়ার-২ ও নিরুর গল্প নামের দুটো টেলিফিল্ম পরিচালনা করেছেন মোহন খান। সোহেল রানা পার্থ বানিয়েছেন ‘হানিমুন কাপল’, জিএম সৈকত বানিয়েছেন ‘আবেগী চেয়ারম্যান’। নেপালে শুটিং হয়েছে ‘বিপদের মহাসমাবেশ’ ও ‘ক্লান্ত চরণ’ নামের দুটি একক নাটক। এই দুটি পরিচালনা করেছেন কেএম নাঈম।

সরদার রোকন বানিয়েছেন ‘বিপন্ন বালিকা’, এমদাদুল হক বানিয়েছেন ‘ড্রিমগার্ল’। এছাড়া সরি-১.২ ৩ নামের ওয়েব সিরিজ মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে। ঈদ নাটক ছাড়াও আহসান আলগীরের রচনায় দুটি মেগা ধারাবাহিক নাটক নিয়মিত প্রচারে রয়েছে বৈশাখী টিভিতে। এগুলো হলো- বৈশাখীতে ‘কমেডি-৪২০’ এবং এটিএন বাংলাংয় ‘নানান রংয়ের মানুষ’।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন