‘ইন্দুবালা’ গো..

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৮ ৫:৫৪ অপরাহ্ণ

ফজলুর রহমান বাবুর একটি মনে থেকে যাওয়া গান এই ইন্দুবালা। এটিই নাম হলো এবার, নতুন একটি সিনেমার।

জয় সরকার এর নির্মাতা। গল্প লেখক অভিনেতা মাসুম আজিজ।

নির্মাতা বলছেন-

‘ইন্দুবালা’ গান থেকে কেবল নামটিই নেয়া হয়েছে। সিনেমার গল্প আলাদা। এটি আমার প্রথম সিনেমা, তাই গল্পসহ সবকিছুতেই অনেক সময় নিয়ে কাজ করছি। ভালো একটি সিনেমার প্রত্যাশা করছি।

এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনিসুর রহমান মিলন এবং কেয়া আক্তার পায়েল।

এছাড়াও কাজ করবেন তুখোড় কয়েকজন অভিনয়শিল্পী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536054147564.jpg

এরমধ্যে ফজলুর রহমান বাবু, শহিদুল ইসলাম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনীন, মাসুম আজিজ প্রমুখ উল্লেখযোগ্য।

পায়েল নবাগতা।

অভিষেক হচ্ছে তার।

বলছেন-

অভিনয় নির্ভর গল্পের ছবি এটি। এমন ছবিতে অভিনয়ের অনেক জায়গা থাকে। এতে অনেক বড় বড় অভিনেতারা কাজ করবেন। তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতাও হবে। এমন ছবিতে কাজ করতে পারাটা একজন অভিনেত্রীর ক্যারিয়ারের দারুণ এক সাফল্য।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536054191151.jpg
পায়েল

পায়েল বিষয়ে মিলন বলছেন-

ছবির গল্প অন্য রকম। আর গল্পের প্রয়োজনেই নতুন একজন মেয়েকে নেওয়া হয়েছে।

সিনেমায় এই শক্তিশালী অভিনেতার চরিত্রঃ

গ্রামের একজন মুসলিম ছেলে মিলন। কাজ করেন প্রভাবশালী এক হিন্দু বাড়িতে। এক পর্যায় ওই বাড়ির মেয়েকে খুব ভালোবাসে ফেলেন। কিন্তু মেয়েটি তার ভালোবাসা বুঝতে পারেন না।

নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ইন্দুবালা’র শুটিং শুরু হবে জয়পুরহাটে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/04/1536054262431.jpg

টানা শুটিংয়ে শেষ হবে পুরো কাজ।

সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বৈশাখে।

প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন