আ.লীগেরও ইফতার অনুষ্ঠান বন্ধ করে দিলো পুলিশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ জুন, ২০১৮ ১০:০৩ অপরাহ্ণ

বিএনপির ইফতার অনুষ্ঠান বন্ধ করার কিছুক্ষণ পর আওয়ামী লীগেরও ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে ভৈরব থানার পুলিশ। শুক্রবার বাসস্ট্যান্ড কার্যালয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি। ইফতার অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম উপস্থিত থাকার কথা ছিল। বিকেল থেকে নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে জড়ো হওয়া শুরু করলে পুলিশ ইফতার অনুষ্ঠান বন্ধ করে দেয়।

ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানায়, আজকের ইফতার অনুষ্ঠান না করতে ভৈরব থানা পুলিশ গতকাল রাতেই নিষেধ করেছে। পুলিশ মোবাইলে বিএনপির নেতাদেরকে ইফতার অনুষ্ঠান বন্ধ করতে বলেছে। শুধু তাই নয় বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি মো. আরিফুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ একাধিক নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানের সময় নেতাদেরকে না পেয়ে পুলিশ অনেককেই ফোনে জানিয়েছে ইফতার অনুষ্ঠান করা যাবে না।

অন্যদিকে পুলিশ পৌর আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানও বন্ধ করে দিয়েছে। জানা গেছে, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে ট্রমা মাঠে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইফতার অনুষ্ঠান হবে এমন প্রস্ততিকালে ইফতারের এক ঘণ্টা আগে পুলিশ তাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

বিএনপির অফিসও একই এলাকায় হওয়ায় দুই দলের মধ্যে ইফতারির আয়োজনে উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টির আশঙ্কায় পৌর আওয়ামী লীগ ও বিএনপির ইফতার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ জানায়, আওয়ামী লীগের ইফতার তারিখটি জেনেও তারা একই এলাকায় ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। ইতোপূর্বে তারা উপজেলার গজারিয়া ইউনিয়নে ইফতার অনুষ্ঠানের নামে অপরাজনীতি করে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গালাগালি করে এবং সরকারের মাদক ও জঙ্গি বিরোধী অভিযানের সমালোচনা করে।

ভৈরব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, দুটি দলের একই এলাকায় ইফতার আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার খবরে পুলিশ পৌর আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলেরই ইফতার অনুষ্ঠান বন্ধ করেছে। এলাকার আইনশৃঙ্খলার অবনতি করবে এমন কাজ পুলিশকে বন্ধ করতেই হবে বলে তিনি জানান।(-জাগোনিউজ)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন