আসলে ওঁকে আমি খুব বেশি পছন্দ করি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৭ ১:৪২ পূর্বাহ্ণ

অনেকে বলছে আমি মোস্তফা সরয়ার ফারুকীকে পছন্দ করি না, তাই ওঁর ডুব ছবির নিন্দে করেছি।

আসলে ওঁকে আমি খুব বেশি পছন্দ করি, ওঁর নাটক আমি ভালোবেসে দেখি, ওঁর থার্ড পারসন সিংগুলার নাম্বার ছবিটিতে দেখেছি অপার সম্ভাবনা, ওঁকে নিয়ে আমার এক্সপেক্টেশন বেশি বলেই আমি চেয়েছি ওঁর সিনেমাও খুব খুব ভালো হোক, দর্শককে আলোড়িত করুক।

সেটি না পেয়ে আমি হতাশার কথাই বলেছি। যাকে ভালোবাসি, তাকেই তো চাই আরও বড় হোক। তার ভুলগুলোকেই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে শুধরে নিতে বলি।

আর যাকে নিয়ে কোনও আশা নেই, সে কী গল্প লিখলো, কী গান গাইলো, কী ছবি বানালো তা নিয়ে মোটেও সময় খরচ করি না।

মোস্তফা সরয়ার ফারুকীর কাজকে ভালোবাসি বলেই তাঁর কাজকে নিয়ে ভেবেছি, সময় দিয়েছি, লিখেছি। ফিল্মের রিভিউ আমি বহু বছর লিখছি।

আনন্দবাজার আর দেশ পত্রিকায় অপর্ণা সেনের ১৫ পার্ক এভিন্যু, ঋতুপর্ণ ঘোষের দোসর, কৌশিক গাঙ্গুলির শূন্য এ বুকের সমালোচনা আমি করেছিলাম। ওঁরা সবাই আমার প্রিয় চিত্র পরিচালক।

(লেখিকার ফেসবুক থেকে সংগৃহীত)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন