আনন্দ নিকেতন মডেল একাডেমীতে আলোচনা ও দোয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে আনন্দ নিকেতন মডেল একাডেমীর ৫ম শ্রেণির সমাপনী (পিসএসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার আবিরনগর এলাকায় প্রতিষ্ঠানের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কৌশুলী (পিপি) ও জেলা আইনজীবি সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল, দারুল আযহা মডেল মাদরাসার অধ্যক্ষ সাইফ উদ্দিন ও আনন্দ নিকেতনের প্রধান শিক্ষক আবদুর রশিদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, দিন দিন দেশের শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। ভালো ফলাফলের মাধ্যমে একটি বিদ্যালয়ের সুনাম অর্জন সম্ভব। প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে হবে। এই শিক্ষার্থীরাই একসময় দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে নিজেদের সাফল্য তুলে ধরবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন