আইপিএলের সাথে পিএসএলের তুলনা হয় না : ওয়াহাব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক চরম পর্যায়ে। এই সমস্যার কারণে ২০০৯ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।

একই কারণে আগ্রহ থাকা সত্ত্বেও ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।

পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বলেছেন, আইপিএল এমন একটি লিগ যেখানে শীর্ষ পর্যায়ের সব খেলোয়াড় আসে এবং খেলে। আপনি আইপিএলের সাথে পিএসএলের তুলনা করতে পারবেন না। আমি বিশ্বাস করি, আইপিএল অনন্য পর্যায়ে। তাদের কমিটমেন্ট, ব্যবস্থাপনা, যোগাযোগের ব্যবস্থা, খেলোয়াড়দের নিলাম- সবকিছু সম্পূর্ণ ভিন্ন।

৩৫ বছর বয়সী এ তারকা পেসার আরও বলেন, আমার মনে হয় না আইপিএলের সাথে আর কোনো লিগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে আইপিএলের পর যদি কোনো লিগ থেকে থাকে, সেটা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এটা পাকিস্তান প্রমাণ করেছে।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ১৫৪ ম্যাচে অংশ নিয়ে ২৩৭ উইকেট শিকার করা ওয়াহাব বলেন, পিএসএল যে মানের বোলার আপনি পাবেন তা অন্য কোথাও নেই। এমনকি আইপিএলেও নেই। এ কারণে পিএসএলে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হয় না। পিএসএলের বোলিং আক্রমণ বিশ্বের সেরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন