ফিলিস্তিনিদের রক্ষায় পোপের সাহায্য চাইলেন এরদোয়ান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনের ওপর ইসরাইলের চলমান ‘গণহত্যা’ থামাতে পোপ ফ্রান্সিস-এর কাছে সাহায্য চেয়েছেন। তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, এই ‘গণহত্যার’ জন্য ইসরাইলের ওপর অবরোধ আরোপ করা উচিৎ।

আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিষয়ে কথা বলতে সোমবার (১৭ মে) পোপকে ফোন করেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে শাস্তি দেওয়ার পরিবর্তে ফিলিস্তিনিদের ‘গণহত্যার’ মুখে ঠেলে দিয়ে তাঁদের দমিয়ে রাখতে চাইছে।

এরদোয়ানের দফতর থেকে বলা হয়েছে, এক্ষেত্রে পোপের দেওয়া বার্তা খ্রিস্টান বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহী করবে।

এদিকে অবরুদ্ধে গাজা উপত্যকায় সোমবারও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এ পর্যন্ত সেখানে ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৫৮ জন শিশু। এছাড়া গত ৮ দিনের হামলায় আহত হয়েছেন প্রায় ১,৩০০ জন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে ১০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন