অনলাইন ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৭ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রভাব পড়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে। থমকে গেছে বিশ্বের ক্রীড়া জগতও। বেপরোয়াভাবে বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই ভাইরাস। প্রতি মুহূর্তে প্রাণ কেড়ে নিচ্ছে মানুষের।

করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ক্লাস চলছে। আর এই অনলাইন ক্লাসেই এবার ঘটল মর্মান্তিক ঘটনা। অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। খবর ডেইলি মেইল’র।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন ৪৬ বছর বয়সী অধ্যাপক পাওলা দি সিমোন।

আগস্টের শেষের দিকে তিনি করোনা পজিটিভ হন। প্রায় এক সপ্তাহ ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল।

এরপরেও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক।

বুধবার জুম লাইভে ক্লাস নেওয়ার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা। অনলাইন ক্লাসে থাকা শিক্ষার্থীরা সাক্ষী হয় তার এই মৃত্যুর।

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- আমি পারব না!

তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনও কোনও ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বের অনেক জায়গায় করোনা সংক্রমণ কমে আসলেও লাতিন আমেরিকার দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এর মধ্যে আর্জেন্টিনায় ৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৮৫৯ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন