লক্ষ্মীপুরে দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল মেরিট অ্যাওয়ার্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও ২০২২ সালের এ প্লাস প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে ম্যারেটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

 

শনিবার দুপুরে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি ও সাফল্য উদযাপন উপলক্ষে শহরের সোনার বাংলা চাইনিজের হলরুমে শিক্ষার্থীদের হাতে মেরিট অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

 

এসময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান ড. মাওলানা শহিদুল ইসলাম বারাকাতী, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিমউদ্দিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদগন উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন