মসলা চা রেসিপি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ জুলাই, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ

মসলা চা পান করা শরীরের জন্য উপকারী। এক কাপ সুগন্ধি মসলা চা তৈরি করতে পারেন ঘরেই।

এই চা পানে শরীরের ক্লান্তি দূর হবে ও মনে আনবে প্রশান্তি।

যেভাবে তৈরি করবেন মসলা চা–

উপকরণ

পানি আধাকাপ, দুধ ১ কাপ, চিনি স্বাদমতো, চা পাতা আধা চা চামচ, লবঙ্গ ২টি, স্টার মসলা ১টি, এলাচ ৩টি, গোলমরিচ আধা চা চামচ, আদা কুচি আধা চা চামচ, দারুচিনি গুঁড়া ১/৪ চা চামচ।

প্রণালি

দুধ ও পানি জ্বাল দিয়ে ফুটে উঠলে চা পাতা ও মসলা দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল দিন মাঝারি আঁচে। এর পর চিনি দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন। নামিয়ে ছেঁকে পরিবেশন করুন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন