মঙ্গলের বুকে পৃথিবীর মেহমান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরিকৃত মহাকাশযান ‘পারসেভারেন্স’ গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করে।

ছয় চাকাযুক্ত এই স্বয়ংক্রিয় রোবটটি সাত মাস ভ্রমণ করে মঙ্গলপৃষ্ঠে সঠিকভাবে অবতরণ করে। মঙ্গলপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তেই লস এঞ্জেলেসের জেট প্রপালসন ল্যাবরেটরির বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন।

এই সফলতাকে বিজ্ঞানীরা পৃথিবীর মানুষের জন্য মহাকাশ বিশেষত মঙ্গলগ্রহ সম্পর্কে জানার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আখ্যা দিচ্ছেন। মঙ্গলগ্রহ নিয়ে মানুষের জানার ইচ্ছা সবসময়ই একটু বেশি। এই জানার ইচ্ছাকে আরও সুদূরপ্রসারী করবে এই অভিযান। এমনটাই নাসার বিজ্ঞানীদের মন্তব্য।

দুইবছর মঙ্গলপৃষ্ঠেও অবস্থান করে রোবট যানটি মঙ্গলপৃষ্ঠের বিভিন্ন ছবি ধারণ করবে, পানি বা প্রাণের অস্তিত্ব নিয়ে অনুসন্ধান করবে। এছাড়াও ভবিষ্যতে লালচে গ্রহটিতে মানবজাতির বসবাসের সম্ভাবনাও যাচাই করবে। 

(সূত্র: বিবিসি)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন