ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জুলাই, ২০১৮ ৪:৪৮ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন পাওয়া যাবে ১৭ আগস্টের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৫ আগস্ট থেকে।

রেল ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেয়া হবে।

ঈদের আগাম টিকিট বিক্রি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ৮ আগস্ট দেয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট, ১০ আগস্ট ১৯ আগস্টের টিকিট, ১১ আগস্ট ২০ আগস্টের টিকিট এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেয়া হবে।

এই দিনগুলোতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ফিরতি টিকিট ১৫ আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

সংবাদ সম্মেলনে রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট (বুধবার) ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন