অভিষেক হলো হাসান মাহমুদের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২১ ১:০৩ অপরাহ্ণ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পেয়েছেন এই তরুণ পেসার।

বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০২০ সালের মার্চে। আজকের ম্যাচের মধ্য দিয়ে নয় মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তামিম।

বল হাতে বাংলাদেশের শুরুটাও ভাল হয়েছে। শুরুতেই দলকে সাফল্য এনে দিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। দলীয় দ্বিতীয় ও নিজের ব্যাক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে (৭) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। তবে মাত্র ৩ দশমিক ৩ ওভার খেলা হওয়ার পরই ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টির আগে এক উইকেটে ১৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি দুজনেই ৪ রানে ব্যাট করছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন