গায়ানাতেও বৃষ্টির শঙ্কা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জুলাই, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

বৃষ্টির বাধায় শেষ করা যায়নি সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচটি হয়েছে নির্বিঘ্নে। যেখানে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়ে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। আজ তৃতীয় ম্যাচের আগে ফের বৃষ্টি নিয়ে আশঙ্কা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর দেড়টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরুর কথা রয়েছে সিরিজের শেষ টি-টোয়েন্টি। কিন্তু এর আগে সকাল থেকেই গায়ানায় চলছে টানা বৃষ্টি।

যার ফলে শেষ ম্যাচটি যথাসময়ে শুরু নিয়ে রয়েছে শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজ সকালের দিকে টানা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে গায়ানায়। তবে দিনের পরেরভাগে অর্থাৎ বিকেলের বৃষ্টির সম্ভাবনা কম।

সকালের বৃষ্টির কারণে তৃতীয় টি-টোয়েন্টি যথাসময়ে মাঠে গড়ানো বেশ কঠিনই হবে। তবে দুপুরের পর সূর্য উঠে গেলে ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করার আশা রয়েছে।

আপাতত সেদিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। কেননা এক ম্যাচ হেরে এরই মধ্যে পিছিয়ে রয়েছে সফরকারীরা। তাই সিরিজ বাঁচাতে আজকের ম্যাচটি জয়ের বিকল্প নেই তাদের সামনে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন