৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১ নভেম্বর, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার ১ নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময়ের মধ্যে জাটকা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি ইলিশের প্রজনন মৌসুম শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনায় মা ইলিশ নির্বিঘ্নে  ডিম ছেড়েছে। এখন জাটকা ইলিশ বড় হওয়ার সময়। ১০ ইঞ্চি বা ২৫ সে.মি কম আকারের ইলিশ জাটকা। জাটকাকে পরিণত ইলিশে রূপান্তর করার লক্ষ্যে এ আদেশ জারি করা হয়েছে। আইন অমান্য করলে জেল-জরিমানা করা হবে।

জাটকা রক্ষায় এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে জেলেদের সচেতন করতে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুরে সচেতনতামূলক সভা, মাইকিং ও লিপলেট বিরতরণ করা হবে। এছাড়াও কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন