৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য উনচল্লিশতম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ-মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ।বৃহস্পতিবার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।

কমিশন জানিয়েছে, মৌখিক পরীক্ষার সূচি পরে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন