৩৩ শতাংশ গাড়ির নেই ফিটনেস সনদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ৭:৫৯ অপরাহ্ণ

রাজধানীসহ সারাদেশে ৩৩ শতাংশ গাড়ির ফিটনেস সনদ নেই। আর ৫৬ শতাংশ গাড়িতে নেই গতি নিয়ন্ত্রক সিল। বৃহস্পতিবার হাইকোর্টে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে বিআরটিএ।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের জুলাইয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। 

পাশাপাশি বিআরটিএ’র চেয়ারম্যান, সড়ক যোগাযোগ সচিবকে ১৫ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিকে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির ওপর জরিপ করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

তিনি বলেন, ‘কমিটির জরিপে পরিবহনগুলোতে নানা যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে।’

আরও জানান, হাইকোর্টের ওই রুল এবং বৃহস্পতিবার বিআরটিএর দাখিল করা প্রতিবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন