২৫ দিন ধরে থানার লকআপে ২ মুরগি!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১:০০ অপরাহ্ণ

ভারতের তেলেঙ্গনায় ঘটেছে এক অদ্ভূত ধরনের ঘটনা। ২৫ দিন ধরে থানার লকআপে আটকে রয়েছে দুটি মুরগি! ঘটনাটি ঘটেছে খাম্মাম জেলার মিডিগোন্ডা থানায়। ভারতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১০ জানুয়ারি কয়েকজন জুয়ারিকে এই দু’টি মুরগিসহ গ্রেপ্তার করা হয়। সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে দুটি মুরগি ও একটি বাইক বাজেয়াপ্ত করে। পরে সব জুয়ারি জামিন নিয়ে চলে যায়, কিন্তু তাঁরা কেউ মুরগির দাবি করেনি। পরে প্রমাণ হিসেবে মুরগি রয়ে গিয়েছে থানাতেই।

স্থানীয় পুলিশ বলছে, এই কেসের শুনানির পরে মুরগিগুলোকে ছাড়া যেতে পারে। মুরগিগুলোকে ছাড়ার আদেশ দেওয়া হলে নিলামে তোলা হবে বলে। যিনি নিলামে বেশি টাকা দেবেন, তাঁকেই ওই মুরগির মালিকানা দেওয়া হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন