হাতির গায়ে শীতবস্ত্র

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০১৯ ১১:০২ পূর্বাহ্ণ

হিম-ঠাণ্ডা থেকে রক্ষা করতে উত্তর ভারতে একটি হাতিকে পরিয়ে দেয়া হয়েছে শীতের পোশাক। এমন একটি ছবি ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেইন সার্ভিসের কমকর্তা পারভীন কাসওয়ান টুইটারে ছবিটি শেয়ার করেন। লাল জাম্পারসহ বহুরঙা কাপড় হাতির শরীরে জড়িয়ে দেয়া হয়েছে।

পারভীন কাসওয়ান টুইটে বলেন, ‘#ইনক্রিডিবল ইন্ডিয়া। ভারতীয় হাতিকে ঠাণ্ডা থেকে রক্ষা করতে গ্রামবাসী জাম্পার তৈরি করেছে। মথুরা থেকে ছবিটি তোলা। ছবি- রজার অ্যালেন।’

তিনি ২৮ ডিসেম্বর ছবিটি টুইট করেন। একটু পরেই তিনি বলেন, যদিও হাতিটিকে দেখতে ভালোই লাগছে, এই ধরণের পোষ মানানোর কোন দরকারই নেই। সাধারণত হাতিরা ঠাণ্ডা তাপমাত্রার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে।

তবে গ্রামবাসীকে অনেকেই প্রশংসা করেছেন এই কাজের জন্য

মতামতের জন্য সম্পাদক দায়ী নন