স্বামীর বোলিংয়ে স্ত্রীর কিপিং!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ

ইউরোপে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফুটবলের পর মাঠে ফিরেছে ক্রিকেটও।

শুরু হয়েছে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেন লিগের কুমারফিল্ড লেগ।

আর এই ফেরা দিয়েই বিরল ও চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছে ইসিএস টি-টেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

শুক্রবার টি-টেন লিগে একই ম্যাচে খেলেছেন স্বামী ও স্ত্রী! তাও আবার একই দলের হয়ে। শুধু তাই নয়, উইকেট কিপিংয়ে স্বামীর বোলিংয়ের দায়িত্ব সামলেছেন স্ত্রী।

বিরল এই ঘটনার জন্ম দেয়া দুই ক্রিকেটার হলেন ফিন সদরাঙ্গানি ও তার স্ত্রী শরন্য সদরাঙ্গানি।

এর আগে ইসিএস টি-টেন লিগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলার মাধ্যমে আগেই ইতিহাস গড়েছিলেন শরন্য।

শুক্রবার কুমারফিল্ড লেগের হয়েছে চারটি ম্যাচ। যার মধ্যে দুইটিই ছিল কেএসভি ক্রিকেটের। এদিন কেএসভির হয়ে খেলেছেন অফস্পিনার ফিন ও উইকেটরক্ষক শরন্য।

সেমিফাইনাল ম্যাচে পিএসভি হান মানডেনের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ফিন-শরন্যদের কেএসভি। পরে ফাইনাল ম্যাচে ১৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বামী-স্ত্রীর দল।

ম্যাচে এক ওভার বোলিং করে ১৬ রান খরচ করেছেন তার স্বামী ফিন। সেই ওভারে উইকেটের পেছনে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করেছেন শরন্য।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া ডট কম

মতামতের জন্য সম্পাদক দায়ী নন