সৌদি পৌঁছেছেন এক লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ জুন, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত এক লাখ ১৯ হাজার ৪৬৮ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন এক লাখ ৯ হাজার ১৪৭ জন। এদিকে, হজযাত্রীদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মো. আব্দুল আজিজ (৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A04484580। এ নিয়ে ২৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ২০ জন এবং নারী তিনজন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, আগামী ২৭ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন