সৌদিতে করোনায় রায়পুরের প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ জুন, ২০২০ ৫:২৩ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধিঃ সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরে রহমান ভুঁইয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।৬ দিন ধরে সৌদি আরবের জেদ্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন)  সকালে তার মৃত্যু হয়।

মৃত রহমান ভুঁইয়া রায়পুর উপজেলার পৌর শহরের ৫ নং ওয়ার্ডের হারিছ মিয়া ভুঁইয়া বাড়ির হারিছ মিয়ার ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, রহমান ভুঁইয়া গত ৮ বছর ধরে সৌদি আরবের জেদ্দা শহরে চাকুরী করতেন। ৩ জুন বুধবার জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হন।অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৬ দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সকালে তিনি মারা যান।

রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাকির হোসেন নোমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন