করোনা উপসর্গ নিয়ে রামগতির স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ জুন, ২০২০ ১১:২০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোহাম্মদ কামাল উদ্দিন (৫৮) নামে এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কামাল রামগতি পৌর আলেকজান্ডার এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্য পরিদর্শক কামাল জ্বর-সর্দি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতিতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, উপসর্গ দেখা দেওয়ায় চার দিন আগে তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। মঙ্গলবার রাতে আসা রিপোর্টে কামাল উদ্দিনের করোনা নেগেটিভ আসলেও স্ত্রীর পজিটিভ আসে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন