সীমান্ত সংঘর্ষে অন্তত ৪০ জন সেনা হারিয়েছে চীন: ভারতীয় মন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ

গত সপ্তাহে ভারত-চীন সংঘর্ষে চীন অন্তত ৪০ জন সেনা হারিয়েছে। শনিবার (২০ জুন) রাজ্য সরকারের এক মন্ত্রী এই দাবি করেছেন।

পশ্চিম হিমালয়ের গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে এবং কমপক্ষে ৭৬ জন আহত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে চীন কিছু জানায়নি।

শনিবার (২০ জুন) টিভি নিউজ২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সড়ক এবং পরিবহন মন্ত্রী ভি.কে সিং বলেন, যদি আমাদের ২০ জন শহীদ হয় তাহলে ওদের অন্তত দ্বিগুণ মারা গেছে।

সাবেক এই সেনা প্রধান তার বক্তব্যের পক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি বলেন, ১৯৬২ সালে ভারতের সাথে যুদ্ধসহ চীন কোন যুদ্ধেই তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে না।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস জানায়, তাদের পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে এব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।

সিং বলেন, সংঘর্ষ শেষে ভারতীয় সীমানায় থেকে যাওয়া চীনা সৈন্যদের ভারত হস্তান্তর করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু সিং এর সাক্ষাতকারের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন