করোনা আক্রান্ত ভোলার জজ ঢাকার হাসপাতালে ভর্তি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জুন, ২০২০ ১১:৪৫ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হককে রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাতেই ঢাকায় আনা হয়।

 

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, এবিএম মাহমুদুল হকের রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই তাকে হেলিকপ্টারে ঢাকায় এনে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি জানান, মাহমুদুল হকের শারীরিক অবস্থার বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে অবহিত করার পর তিনি (আইনমন্ত্রী) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে বিচারককে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিচারক মাহমুদুল হক ১২ জুন থেকে করোনাভাইরাস রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন