সিরিজ জিতে ইংল্যান্ডকে পেছনে ফেলতে চায় বাংলাদেশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, আপাতত হোয়াইটওয়াশ বা সিরিজ জয়ের লক্ষ্য নেই তাদের। প্রথম ম্যাচটি জয় খুবই গুরুত্বপূর্ণ। একই সুরে কথা বলেছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। ৩ ম্যাচ সিরিজের প্রথমটায় জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য নিশ্চয়ই সিরিজ জয়, সেটি ১ ম্যাচ হাতে রেখেই।

সে লক্ষ্য পূরণ হলে ইংল্যান্ডকেও পেছনে ফেলা হয়ে যাবে বাংলাদেশের। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের তামিম ইকবালের দল আছে তালিকার দ্বিতীয় স্থানে। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। আগামীকাল শুক্রবার জিতলেই বাংলাদেশ প্রথম দল হিসেবে ছুঁয়ে ফেলবে আইসিসি ওয়ানডে সুপার লিগে তিন অঙ্কের মাইলফলক।

চট্টগ্রামে সে লক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দুই দলের মাঠের লড়াই সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে।

প্রথম ম্যাচে ২১৬ রান টপকাতে ৪৫ রানে ৬ উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ দল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক জয় পায় টাইগাররা। সে জয়ের আত্মবিশ্বাসে এবার অধিনায়কের তামিমের দলের সামনে দুটি লক্ষ্য। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি সুপার লিগে আরো ১০ পয়েন্ট যোগ করে ইংল্যান্ডকে (৯৫) টপকে শীর্ষে ওঠা।

এ ম্যাচের একাদশে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ কোচ, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। গতকাল (বুধবার) আমরা সম্ভবত ১৩টি ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললাম। গতকালকের পারফরম্যান্স থেকে তিন বিভাগেই অনেক উন্নতি করতে হবে। দারুণ এক জুটিতে গতকাল জিতলেও আগামীকাল আরও ভালো করতে হবে।’

সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। প্রথম ওয়ানডেতে সুবিধা পেয়েছেন পেসাররা। বাংলাদেশ দলের ৩ পেসার মিলিয়ে পেয়েছেন ৭ উইকেট। আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি অনবদ্য বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচের উইকেট কেমন হবে?

ডমিঙ্গো বলছিলেন, ‘চট্টগ্রামে সচরাচর ভালো উইকেটই হয়। কাল দেখেছি আমরা খুব বেশি স্পিন নেই, বল বেশি মুভমেন্ট করেনি। সোজা বল করতে হয়েছে, বল নিচু ছিল। এলবিডব্লিউ ও বোল্ড আদায় করার সুযোগ থাকে। ব্যাটিংয়েও সোজা ব্যাটে খেলতে হবে যত বেশি সম্ভব।’

প্রথম ম্যাচে ‘ফাইট ব্যাক’ করে পাওয়া জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষে। এই ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৯ ম্যাচের ৬টি জয় বাংলাদেশ দলের। পরিসংখ্যান বলছে, কোনো দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলে সিরিজ জয়ের পাল্লা লাল-সবুজের দিকেই হেলে পড়ে। আফগানদের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের ইতিহাসের ৭৭তম ওয়ানডে সিরিজ। যেখানে আগের ৭৬ সিরিজে ২৬টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে ২৩টি সিরিজই শুরু করেছিল জয়ের হাসি দিয়ে।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন