সাভারে জেএমবির ৬ সদস্য আটক, উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ

সাভারের ভাটাপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল৷

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন-জামালপুর জেলার হাবিবুর রহমান বাদশা (৪৮), সাইদুর রহমান সাইদুর (৫৫), মাহবুবুর রহমান দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) গোলাম মোস্তফা (৫১) ও রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানি (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি অপতৎপরতা সম্পর্কে জানতে পেরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ছয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী কিছু বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনভারসেশনসহ অপতৎপরতা পরিচালনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবি সদস্য বলে স্বীকার করেছেন। অভিযান চলমান রয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন