সাবধান: আরো ২৫ মৃত্যু, শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে। একই সময় এ ভাইরাস সাড়ে তিন হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৬৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন