সমালোচিতরাই আলোচিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০১৭ ১:১১ পূর্বাহ্ণ

আমাদের সমাজ সংস্কৃতি মনোভাব আর মুল্যায়ন বর্তমানে এমন পর্যায়ে, যেখানে মেধার মূল্যায়ন কমছে ।কার কি পদবি সেটাও জানার প্রয়োজন হচ্ছে না। সমালোচিত ব্যক্তিরাই বর্তমান সমাজে আলোচিত এবং সম্মানিত ব্যক্তিতে রূপান্তি হচ্ছে। কোন বিভাগের পিয়নকে স্যার, কোন পেশার কনিষ্ঠতমকে প্রধান মনে করা ইত্যাদি দ্বারা বুঝা যায় আমাদের বহ্যিক মেধা। হ্যাঁ মুল্যায়ন করা যায় সেটা হোক স্তর অনুযায়ী। আপনি হয়তো অনুধাবন করতে পারছেন না যে, আপনার অসচেতন মূল্যায়নে; সঠিত মূল্যায়িত ব্যক্তি তার আস্থা ও বিশ্বাসের জায়গা হারাচ্ছে। আমরা হয়ে উঠছি

ফেসবুক নির্ভর। যাকে একটিভ দেখবো। তাকে মূল্যায়ন করবো ?

যে আমার ফেসবুকে প্রতিটা স্ট্যাটাস লাইক, কমেন্ট করবে। তাকে নিয়েই আমি ? না এটা ঠিক এমন হতে পারে না। কোন পেশাই খারাপ না। ওই পেশাতে কিছু খারাপ ব্যক্তি আছে। যাকে দিয়ে কেন আমরা পুরো পেশাটাকে ওজন করবো? পুলিশ, আইনজীবি, সাংবাদিক ও ডাক্তার পেশাকে দূর থেকে

অনেকেই অন্য ভাবে দেখি। আসলে আজ আপনি এ পেশাটাকে যেভাবে দেখে ঘৃনা করছেন। কাল আপনার কাজেই এসব পেশার এমন কিছু লোককে ব্যবহার করে যে পদ্ধতি তৈরী করছেন। অথচ তা করার কোন বিধান নেই। এমন পদ্ধতি হয়তো ওই ব্যক্তি আজ প্রথম শিখছেন। ওই ব্যক্তি

এমন কাজ করতে বাধ্য। কেননা আপনি সমাজে প্রভাবশালী।

আপনার কাজ উদ্ধারের জন্য অসৎ পদ্ধতিতে একজন ব্যক্তি ব্যবহার করে পেশাটাকে করছেন কলংকিত।পুরোই সুবিধা ভোগ করলেন আপনি। বদনামটা দিলেন ওই ব্যক্তির ঘাড়ে। দোষ দিলেন পুরো পেশা জীবিদের।

বেশ কিছু দিন থেকে দেখছি কোন পেশায় যে সব ব্যক্তির বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। ওই পেশাতে তিনিই একমাত্র বির্তকিত ব্যক্তি। যার রয়েছে হাজারো সমালোচনা। অথচ বর্তমানে তাকে আমরা সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে দেখি। এমনকি কথায় কথা বলি ভাই আপনি তো হিট।

এখন আলোচনায় আপনি ই। কিন্তু এই লোক সামনে থেকে চলে গেলে এমনও বলা হয় যে, ওই পেশার খারাপ লোকদের তালিকা করলে প্রথম

তিনজনের মধ্যে ওনার নাম আসবেই। এমনটা না করে আমরা যদি বলতাম-ভাই, আপনার ওই ওই দিকগুলো ভালো না। অনেকেই হয়তো এটাকে ভালোভাবে দেখছেনা। তাহলে লোকটি হয়তো কিছুটা সংশোধন হতো। এজন্যই বলা হয়েছে পাপকে ঘৃণা কর, পাপিকে না। আবার এমনটাও সত্য

একজন ব্যক্তির নামে হাজারো অনিয়ম আর বদনাম দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় উঠলেও তার কোন সংশোধন নেই। তিনি আরো সমালোচিত। এক পর্যায়ে তিনিই সমাজে আলোচিত ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যায়।

আসুন যোগ্যতা, মেধা আর অবস্থান হিসেবে মূল্যায়ন করা শিখি। ভালোকে উৎসাহিত করি। খারাপকে না বলি।

 

 

জামাল উদ্দিন রাফি

বিএ,বিএসএস,এমএসএস,এলএলবি

জাতীয় বিশ্ববিদ্যালয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন