শেখ হাসিনার উপহারের আম পেয়ে আপ্লুত মমতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ জুলাই, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আপ্লুত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

 

গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ২৬০ কার্টন আম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

 

সে সময় বেনাপোল নো ম্যানস ল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতা কনস্যুলেটের প্রথম সচিব (রাজনৈতিক) সানিউল কাদের উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন