শুভ জন্মদিন নান্নু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের নন্দিত তারকা, বিসিবির বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর জন্মদিন আজ। ৫৮-তে পা রাখলেন তিনি। ১৯৬৫ সালের আজকের দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন নান্নু।

বাংলাদেশের হয়ে নান্নুর অভিষেক হয় ১৯৮৬ সালে, পাকিস্তানের বিপক্ষে। অভিষেক ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২৩ বলে ৬ রান। পাক কিংবদন্তি ওয়াসিম আকরামের বলে আউট হয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ২৭টি ওয়ানডেতে ১৮.৮৮ গড়ে ৪৫৩ রান করেন নান্নু। ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডানহাতি অফস্পিনে ১৩ উইকেট শিকার করেন তিনি। ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার তাঁর সেরা বোলিং ফিগার।

১৯৯৯ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল নান্নুর হাতে। ১১৬ বলে হার না মানা ৬৮ রানের ইনিংসের পর নিয়েছিলেন ১ উইকেট। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫৩ রান। এরপর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক জয়ের ম্যাচেও ১৪ রানের পাশাপাশি বল হাতে ৭ ওভারে মাত্র ২৯ রান খরচায় নেন ১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই শেষ ম্যাচ মিনহাজুলের।

বাংলাদেশের হয়ে টেস্ট খেলা হয়নি নান্নুর। ওয়ানডেতে তাঁর দুটি অর্ধশতক আছে, দুটিই ১৯৯৯ বিশ্বকাপে। কোনো ছক্কা না হাঁকালেও নান্নু ওয়ানডে ক্যারিয়ারে মেরেছেন ২৬টি চার।

মিনহাজুল আবেদীন নান্নু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। এর আগে বেশ কিছুদিন বয়সভিত্তিক দল ও ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সব মিলিয়ে মিনহাজুল আবেদীন নান্নু এক পরিপূর্ণ ক্রিকেট ব্যক্তিত্ব।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন