শুধু ভালো ফলাফল করলে হবে না, ভালো মানুষও হতে হবে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ মে, ২০১৮ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা করা হয়েছে। শনিবার (৫ মে) দুপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের আয়োজনে উপজেলার কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীকে সচেতনমূলক শপথ করা হয়।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি, ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করি- স্লোগান নিয়ে রামগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সচেতনতায় সমাজ বদলে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের এখন থেকে সচেতন থাকতে হবে। এনিয়ে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে নিজেদেরকে দেশের সম্পদ ভবতে হবে। শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করলে হবে না, দেশ ও সমাজ উন্নয়নে ভালো মানুষও হতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন