শিশুদের নিয়ে প্রতিদিন পার্কে যাবেন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘শিশুদের আমরা এমনভাবে তৈরি করে দিয়ে যাব, এই বিশ্বকে এমনভাবে তৈরি করতে চাই, যেন আমাদের শিশুরা সুন্দরভাবে বাঁচতে পারে, চলতে পারে, উন্নত জীবন পেতে পারে, সুন্দর জীবন পেতে পারে। নিরাপদ জীবন পেতে পারে, আর শিক্ষায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়।’

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা স্কুল খুলতে পারছি না। তাই বাচ্চাদের প্রতিদিন বাসার কাছাকাছি কোনো স্থানে বা পার্কে এক ঘণ্টার জন্য হলেও নিয়ে যাবেন। ছুটাছুটি করা, খেলাধুলা সেগুলো যেন তারা করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করে দেয়া দরকার।’
তিনি বলেন, ‘জ্ঞানে বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে সেটাই আমরা চাই।’

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান এসব কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিশু সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যৌথ পরিবারের শিশুদের খুব একটা কষ্ট হয় না। কারণ নিজের আত্মীয়-স্বজন, সমবয়সীদের পাওয়া যায়। তাদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা, খুনসুটি করা যায়। তাদের একটা সুন্দর পরিবেশ থাকে, কথা বলার একটা সুযোগ পায়। কিন্তু যেখানে একা পরিবার, একা শিশু বা মাত্র একভাই বা দুই ভাই-বোন, এরকম ছোট্ট পরিবার তাদের জন্য সত্যিই খুব কষ্টকর। তারা কি করবে? সেক্ষেত্রে বাচ্চাদের কাছাকাছি কোনো পার্কে অন্তত এক ঘণ্টার জন্য হলেও একটু নিয়ে যাবেন। ছুটাছুটি করা, খেলাধুলা সেগুলো যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেয়া দরকার বলে আমি মনে করি।’

শিশুদের স্বাস্থ্যের জন্য তাদের মানসিক অবস্থার জন্য সব দিক থেকে এটা খুবই দরকার, তারা যেন স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে পারে। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা, তাদের একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা রোদে খেলতে দেয়া এটা করোনাভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাবা মা এ বিষয়টি একটু দেখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের শিক্ষা যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা মাল্টিমিডিয়া ক্লাস রুম করে দিয়েছি। প্রযুক্তি ব্যবহার করেই শিশুদের লেখাপড়া চালিয়ে নেয়া হচ্ছে। শিশুদের লেখাপড়া যেন নষ্ট না হয়, সেটা যেন চালু থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। লেখাপড়া খেলাধুলা বা শরীর চর্চা শিশুদের জন্য খুবই দরকার। সেগুলোর যেন ব্যবস্থা থাকে, পাশাপাশি মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। কারণ শিক্ষা ছাড়া তো আসলে কখনই একটা দেশকে কিছু দেয়া যায় না।’

তিনি বলেন, ‘আমরা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের ছেলে-মেয়েরা যেন ছোট বয়স থেকে তাদের ভেতরে কিছু সৃষ্টির ক্ষমতা তৈরি করতে পারে, সেটা বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া, সাংস্কৃতিক চর্চা খেলাধুলা সব ধরনের ব্যবস্থা করেছি। প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি, যাতে সেখানে শিশু থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে সেই সুযোগ তৈরি করে দিচ্ছি। তাদের নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে সাথে সাথেই যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি। আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকবে, সুন্দরভাবে বাঁচবে, মানুষের মতো মানুষ হবে সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুদের মধ্যেই তো কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরা সে ধরনের বহুমুখী জ্ঞান বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছি। যাতে আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হয়। ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে।’

তিনি বলেন, ‘কবি সুকান্তের ভাষায় বলতে চাই এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন