শিগগির চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ

শিগগির আকাশ পথে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশে লকডাউন শিথিল হলে বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে চালু হবে ফ্লাইট। এছাড়া বেশ কিছু শর্ত মেনে যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন বলেও জানায় বেবিচক।

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ ছিল।

তবে চলমান লকডাউনের মধ্যে বুধবার সকাল থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বেসরকারি দুটি সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার অভ্যন্তরীণ পথে তাদের ফ্লাইট পরিচালনা করছে।

মঙ্গলবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন