লিটন-মুশফিকে ওয়ানডে সুপার লিগে সবার উপরে বাংলাদেশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে একটার পর একটা বিস্ময়, মাইলস্টোন গড়ে চলেছে বাংলাদেশ ক্রিকেটাররা। ৪৫/৬ স্কোর থেকে ২১৬ চেজ করে জয়ের দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে।

দ্বিতীয় ম্যাচে লিটনের সেঞ্চুরি (১৩৬), তৃতীয় উইকেট জুটিতে লিটন-মুশফিকুরের রেকর্ড ২০২ রানের পার্টনারশিপে আফগানিস্তানকে রান পাহাড়ে চাপা দিয়ে (৩০৬/৪) ৮৮ রানে জিতে এক ম্যাজ হাতে রেখে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৪র্থ সিরিজ জয়ের উৎসব করেছে বাংলাদেশ দল।

ইংল্যান্ডকে (১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট) টপকে ওয়ানডে সুপার লিগে সবার উপরে এখন বাংলাদেশের অবস্থান। আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট (১৪ ম্যাচে ১০০ পয়েন্ট) অর্জন করেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে অবিচ্ছিন্ন ১৭৪ রানে ৭ম উইকেট জুটিতে আফিফ-মিরাজ করেছে দ্বিতীয় বিশ্বরেকর্ড। সাগরিকায় প্রথম বোলার হিসেবে সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব। বাংলাদেশের প্রখম ফিল্ডার হিসেবে ১৫০ ক্যাচের মাইলস্টোন পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস দিয়েছেন উপহার (১২৬ বলে ১৬ চার, ২ ছক্কায় ১২৬)। মুশফিকুর রহিমকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ২০২ রানের রেকর্ড পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। আফগানিস্তানের বিপক্ষে প্রথম তিনশ প্লাস করেছে (৩০৬/৪) বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক।
আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩ উইকেট ফেলে দিয়ে (৩৬/৩) প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ বোলাররা। ৪র্থ উইকেট জুটিতে ৮৯ রানে রাহমাত শাহ-নজীবুল্লাহ জাদরান প্রতিদ্বন্দ্বীতার আভাস দিলেও তাসকিনের দ্বিতীয় স্পেলে (৫-০-১৪-২)রাহমাত শাহ বোল্ড (৭১ বলে ৫২) এবং নজীবুল্লাহ জাদরান (৬১ বলে ৫৪) উইকেটের পেছনে ক্যাচ দিলে এবং সাকিবের বাইরের বল কাট করতে যেয়ে মোহাম্মদ নবী প্লেড অন হলে (৪০ বলে ৩২) ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানিস্তান।

ব্যবধান কমানোর চেষ্টা করেছেন রশিদ খান। মোস্তাফিজকে পর পর ২ বলে ছক্কা এবং চার মেরে পরের বলে ইয়র্কারে বোল্ড আউটে (২৬ বলে ২৯) রশিদ খান বোল্ড হলে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাটাররা এদিন ঠিকই মেলে ধরেছেন। আফগান স্পিন ত্রয়ীকে এদিন সাধারণমানে নামিয়ে এনেছেন মুশফিক-লিটন। পেসার ফয়জুল হক ফারুকী, ফরিদ আহমেদ, আজমতউল্লাহকে সমীহ করেনি এদিন বাংলাদেশ।
ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫৪/১ এ বড় স্কোরের আভাস ছিল। তামিম রিভিউ নষ্ঠ করে ফারুকীর বলে এলবিডাব্লুউতে (২৪ বলে ১২) ফিরে গেলে এবং সাকিব রশিদ খানের বলে একই পরিণতির শিকার (৩৬ বলে ২০) হওয়ার পরও ব্যাটিংয়ে পড়েনি বিরূপ প্রভাব।
তৃতীয় উইকেট জুটিতে লিটন-মুশফিক ১৯০ বলে ২০২ রানের পার্টনারশিপে এবং শেষ পাওয়ার প্লে-র ১০ ওভারে ৭৮ রানে আফগানিস্তানকে রান পাহাড়ে চাপা দিয়েছে (৩০৬/৪) বাংলাদেশ।
লিটন এদিন উদযাপন করেছেন ৫ম সেঞ্চুরি (১২৬ বলে ১৬ চার, ২ ছক্কায় ১৩৬)। লিটন দ্যুতির দিনে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন মুশফিক (৪০৬ ম্যাচে ১৩০০৮ রান)। তবে এই মাইলস্টোনের দিনে মুশফিক মিস করেছেন ৯ম সেঞ্চুরি। থেমেছেন ৮৬ রানে।
সত্যিই দিনটা ছিল লিটনের। ইনিংসের তৃতীয় ওভারে ফরিদ আহমেদের বলে এলবিডাব্লুউর আপীল যখন নষ্ঠ করেছে আফগানিস্তান, তখন লিটন রানের দেখাই পাননি। রিভিউ আপীলে বেঁচে যাওয়া লিটন এরপর পন করেছেন বড় ইনিংসের। গত বছরের জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে সেঞ্চুরির (১০২) পর পরের তিনটি ইনিংস তার ২১,৩২,১ !

বড় ইনিংসের প্রতিজ্ঞা তাই করেছেন লিটন। ফরিদ আহমেদের বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে শুরু লিটন দ্যুতি। ফারুকী, মুজিব, রশিদ খান, রাহমাত শাহ, নবী-সবাইকে শিক্ষা দিয়েছেন লিটন। ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি তার। নিজের সেই রেকর্ডটা অব্যাহত রাখতে ৬৫ বলে ৮ বাউন্ডারিতে ওয়ানডে ক্যারিয়ারে ৪র্থ ওয়ানডে ফিফটিতে ৫ম সেঞ্চুরিতে রূপ দেয়ার সংকল্প করেছেন। ৮৭ রানের মাথায় রশিদ খানের বলে কভারে আফগান অধিনায়ক হাসমাতউল্লাহ’র হাত থেকে বেঁচে যাওয়ার পর আর ভুল করেননি।

রশিদ খানের পরের ওভারে কভার দিয়ে বাউন্ডারির চুমোয় ৫ম সেঞ্চুরি উদযাপন করেছেন লিটন দাস। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি তার। ২০২০ সালের ৬ মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ বলে ১৪ চার, ৮ ছক্বায় ১৭৬ রানের সেই ইনিংসের সুখস্মৃতিই ফিরে পেয়েছেন লিটন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১০৮ বলে ১৪ বাউন্ডারিতে শোভিত সেঞ্চুরি উদযাপনের পর সেই ইনিংসকে বড় করতে ব্যাটটাকে চাবুক বানিয়েছেন লিটন।

১৭ বলে যোগ করেছেন ৩৪। ৪৪ এবং ৪৬তম ওভারে ফারুকীকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা দুটি আছড়ে ফেলেছেন লিটন গ্যালারিতে ! যেভাবে খেলছিলেন, তাতে লিটন নিজে উইকেট দিয়ে না আসলে তার উইকেটটি নেয়ার সাধ্য নেই কারো-এমনটাই মনে হচ্ছিল। সেটাই প্রতীয়মান হয়েছে। ফরিদিকে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে এসেছেন লিটন ১৩৬ রানের মাথায় (১২৬ বলে ১৬ চার, ২ ছক্কা)। আফগানিস্তানের বিপক্ষে তামিমের পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান লিটনের এই ইনিংসটি আবার তার দ্বিতীয় সর্বোচ্চ।
লিটনের ব্যাটিং পার্টনার মুশফিকুর রহিমও এদিন ছিলেন দারুণ ছন্দে। আফগান স্পিন ত্রয়ীকে এদিন খেলেছেন তিনি খুব স্বাচ্ছন্দে। প্রিয় শট সুইপ-এ মাতিয়েছেন মাঠ। রশিদ খানকে সুইপ শটে বাউন্ডারির চুমোয় ২৫তম হাফ সেঞ্চুরি পূর্ন করেছেন মুশফিক ৫৬ বলে। পার্টনার লিটন ফিরে যাওয়ার শোকটা সইতে পারেননি মুশফিক। ৪৭তম ওভারে লিটনের আউট হওয়ার পরের বলে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন মুশফিক (৯৩ বলে ৯ চার এ ৮৬)। তবে ফিরে যাওয়ার আগে বাংলাদেশের তৃতীয় উইকেট জুটিতে রেকর্ডে রেখেছেন অবদান।

ওয়ানডে ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে এতোদিন সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ১৭৮, মিরপুরে তামিম-মুশফিক করেছেন ওই জুটি পাকিস্তানের বিপক্ষে, ২০১৫ সালে। সেই রেকর্ড টপকে মুশফিককে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৯০ বলে ২০২ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব লিটন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় ২৯২ রানের পার্টনারশিপে তামিমের সঙ্গী তিনি। ২০০ রানের ৫ম পার্টনারশিপেও রেখেছেন তিনি অবদান।
লিটন-মুশফিক পর পর ২ বলে ফিরে না গেলে স্কোরটা ৩২০ ছাড়িয়ে যেতে পারতো। তবে মাহমুদউল্লাহ-আফিফ শেষ ২২ বলে২১ রানের বেশি যোগ করতে পারেননি।
আফগানিস্তানকে ৩০৭ রানের চ্যালেঞ্জে ফেলে দিয়ে ব্যাটিং ফ্রেন্ডলি পীচে এদিন দুই বাঁ হাতি পেসার মোস্তাফিজ (৮-০-৫৩-১), শরিফুল (৬-০-৩৫-১) করেছেন অমিতব্যয়ী বোলিং। তবে তাসকিন এদিন ফিরে পেয়েছেন নিজেকে (২০-২-৩১-২)। চেনা সাকিবকে এদিন দেখেছে চট্টগ্রামের দর্শক (৯-০-২৯-২)। মিরাজ এই ম্যাচেও ছিলেন কার্যকরী (১০-০-৫২-১)।
দুই পার্ট টাইম বোলার মাহমুদউল্লাহ (১-০-২-১) এবং আফিফ (০.১-০-০-১) আফগানিস্তানের লেজ কেটে দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন