লাফিয়ে বাড়ছে মৃতের সারি,বিশ্বব্যাপী ৪৭,২৪৫ জনের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারী ঘোষিত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯ লাখেরও বেশি মানুষ। এদিকে গত ৩৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৮৮৩ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। যার মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ১ হাজার ৪৯ জন, যা এ ভাইরাসে আক্রান্ত একদিনে কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত (২ এপ্রিল, সকাল সাড়ে দশটা) বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৪৫ জন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ৪৫ জন। এ ভাইরাস থেকে মুক্ত হয়ে উঠেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৭৬ জন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালিতে একদিনে মারা গেছে ৭২৭ জন। এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জনে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জনে। যাদের মধ্যে ১৬ হাজার ৮৪৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে স্পেনে একদিনে ৫৮৯ জন মানুষ মারা গেছেন। এখন দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৩৮৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ১ লাখ ৪ হাজার ১১৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৪৭ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এটিই বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এদের নিয়ে দেশটিতে মোট ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১১০ জনে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১৫ জন। এদের মধ্যে ৮ হাজার ৮৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

মৃতের সংখ্যায় এর পরের অবস্থানেই আছে ফ্রান্স। দেশটিতে মোট ৪ হাজার ৩২ জন মৃত্যুবরণ করেছেন। আর সেখানে আক্রান্তের সংখ্যা  ৫৬ হাজার ৯৮৯ জন। যাদের ১০ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩১২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫৫৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজার ২৩৮ জন।

মৃতের সংখ্যা বেড়েছে ইরানেও। দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৩৬ জন। আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। যাদের ১৫ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন।

যুক্তরাজ্যে একদিনে ৫৬৩ জন মানুষ মারা গেছেন। সেখানে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৫২ জন। সেখানে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৭৪ জনে দাঁড়িয়েছে। এদের মাত্র ১৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া নেদারল্যান্ডসে ১ হাজার ১৭৩ জন, জার্মানিতে ৯৩১ জন, বেলজিয়ামে ৮২৮ জন, সুইজারল্যান্ডে ৪৮৮ জন, তুরস্কে ২৭৭ জন, ব্রাজিলে ২৪৪ জন, সুইডেনে ২৩৯ জন, পর্তুগালে ১৮৭ জন, দক্ষিণ কোরিয়ায় ১৬৯ জন, অস্ট্রিয়ায় ১৬৯ জন, ইন্দোনেশিয়ায় ১৫৭, কানাডায় ১২৯ জন, ডেনমার্কে ১০৪ জন, ইকুয়েডরে ৯৮ জন, ফিলিপাইনে ৯৬ জন, রোমানিয়ায় ৯২ জন, আয়ারল্যান্ডে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে। পরবর্তীতে তারা এ সংক্রমনকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। এ রোগের এমন কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন