লাখ ছাড়াল যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই মহামারির সংক্রমণে ১৯৯টি দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৬ হাজার ৩৫০ জন এবং মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৩৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১ লাক ৩৩ হাজার ৫৭ জন।

এদিকে করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৮ হাজার ৬৯১ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১২৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউইয়র্কে ৪৬ হাজার ২৬২ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৫২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, করোনা মোকাবিলায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। মার্কিন সিনেটে অনুমোদনের দু’দিন পর শুক্রবার এই প্যাকেজের অনুমোদন দেয় ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ পরিষদ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন