লটারিতে ১৪ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি জয়পালান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

অটোরিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি। লটারিতে এক রাতেই এমনই ভাগ্য বদলে গেলো ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার অটোরিকশা চালক জয়পালান পি আর।

লটারির টিকিট বিক্রি হয়েছিল ৫৪ লাখ। তাদের মধ্যে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন জয়পালান পি আর নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সেই পুরস্কারের মূল্য ১২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা।

১০ সেপ্টেম্বর সেই লটারির টিকিট কেটেছিলেন ভারতের কেরালা রাজ্যের মারাডুর জয়পালান। সোমবার (২০ সেপ্টেম্বর) লটারির ফলাফল ঘোষণা করা হয়। ফল দেখতে গিয়ে জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। এরপর ভাগ্যে পাল্টে যায় তার।

সংবাদ সংস্থা পিটিআইকে অটোচালক জয়পালান বলেন, আমার লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ বিষয়ে কারও পরামর্শ নেইনি। ত্রিপুনীথুরা থেকে ‘ওনাম বাম্পার লটারি’র টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

জানা যায়, লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি। তবে জয়ী জয়পালন পাবেন ৭ কোটি রুপি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন