লক্ষ্মীপুর বিএনপির বিভক্তি নিরসনে সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের ঢেউ লেগেছে তৃনমূল পর্যায়ে। জেলা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বিরোধ এখন প্রকাশ্যে। তাদের বিভক্তিতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

এদিকে বিবদমান বিভক্তি নিরসনে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের হস্তক্ষেপ চেয়ে বিএনপি নেতা আবুল ফয়েজ ভূঁইয়া (টিটু) সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ৫ বছর ধরে লক্ষ্মীপুর জেলা বিএনপিতে দ্বন্দ্ব ও গ্রুপিং থাকার কারনে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা চরমভাবে হতাশাগ্রস্থ। বর্তমানে জেলা বিএনপি তিনভাগে বিভক্ত। এ অবস্থা চলতে থাকলে আগামী একাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে। অথচ ২০০৮ সালের সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪ টি আসন বিএনপি জয়লাভ করে। সৃষ্ঠ সংকট নিরসনে দ্রুত জেলা বিএনপির বর্ধিত সভা ডেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন