লক্ষ্মীপুর পৌর সবুজ বাংলাদেশের কমিটি গঠন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর পৌর কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমটি।

(১৮ অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬ টায় সংগঠনের অফিসিয়াল পেইসবুক পেইজ প্রকাশ করেন কমিটির কপি।

কমিটির সভাপতি শাহদাত হোসেন রায়হান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাদিফ।

কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সিফাত চৌধুরী, সহ-সভাপতি রাকিব ভুঁইয়া, মাহমুদুল হাসান রুবেল, আজগর হোসাইন বাবু মিঝি, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহিদ পাপ্পু, আহমেদ শাকিল, এরফাত রহমান অমি, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন পাটওয়ারী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ আল হাসান, দপ্তর সম্পাদক নাজমুল আবেদীন, নারী ও শিশু সম্পাদক সাবরিনা আক্তার সিমা, পরিবেশ সম্পাদক আরাফাত নাঈম তানজিদ, কৃষি সম্পাদক ফারহান চৌধুরী, অনুষ্ঠান ও সাংস্কৃতি সম্পাদক আহমেদ রনি, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক সুলতান সাইফুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন রাব্বানী, পরিকল্পনা সম্পাদক মোঃ হামিম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ উল্যাহ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল দীপু, নির্বাহী সদস্য রবিউল হোসাইন প্রমূখ।

সবুজ বাংলাদেশ পরিবেশ ও কৃষি ভিত্তিক সংগঠন। করোনা সময়ে লক্ষ্মীপুর, নোয়াখালীতে ২৮টি লাশ দাফন করেন তারা। সারা দেশে শিক্ষিত যুবকরা একটা মঞ্চে এসে দেশের পরিবেশ রক্ষায় কাজ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন