লক্ষ্মীপুর ঈদগাহ প্রাইমারীতে ক্লাস ফাঁকি দিচ্ছেন শিক্ষকরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ জুলাই, ২০১৯ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর ঈদগাহ প্রাইমারী সরকারি বিদ্যালয়ে শিক্ষকরা যথাসময়ে ক্লাসে উপস্থিত হচ্ছেন না। বিরতির ২০ মিনিট পেরিয়ে গেলেও শিক্ষকদেরকে ক্লাসে দেখা যায়নি। এ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস ফাঁকি দিচ্ছেন।

এদিকে শ্রেণী কক্ষের ব্লাক বোর্ডে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যাতেও ব্যাপক অনিয়ম দেখা গেছে।


শনিবার (১৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতি দেখেন তিনি। এসময় সাংবাদিকদের কাছে বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন চেয়ারম্যান ।


সরোজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৭ জন উপস্থিত। দুপুর ২ টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি। কিন্তু ২টা ৪৫ মিনিটেও ওই শ্রেণীতে শিক্ষক দেখা যায়নি। তখন ওই শ্রেণীতে অনুয়া আক্তার জুলিয়া নামের শিক্ষক থাকার কথা ছিল।


এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানা আক্তার বেগম বলেন, দুপুরে ভাত খাওয়ার জন্য শিক্ষকদের শ্রেণি কক্ষে আসতে একটু দেরি হয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, শ্রেণী কক্ষে উপস্থিত শিক্ষার্থী আর ব্লাক বোর্ডের চিত্র ভিন্ন দেখা গেছে। উপবৃত্তির টাকা পাওয়ার জন্য অনুপস্থিতিদেরকেও উপস্থিত দেখানো হয়। শ্রেণী কক্ষে কোন শিক্ষক দেখা যায়নি। বিরতির সময় যেসব শিক্ষার্থী চলে যায় তারা ছুটির আবেদনও করছেনা। শিক্ষকদের আন্তরিকতার অভাব রয়েছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন