লক্ষ্মীপুরে ৪টি ইউপিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ কাল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২০ ১১:২১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ৪টি ইউপিতে ২৭ টি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (২০ অক্টোবর)।

এর মধ্যে সদরের চন্দ্রগঞ্জ ও রায়পুরের কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং রামগতির চর কাদিরার ৬ নং ওয়ার্ড ও সদরের ভবানীগঞ্জ ইউপি’র ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। মোতোয়েন করা হয়েছে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার সদস্য।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, কেরোয়ার মো. শাহজাহান ও ইছাপুরের মোহাম্মদ শহীদুল্লাহ মারা যান। অন্য দুই ইউনিয়নের ইউপি সদস্য মৃত্যুর পর শূন্য পদ সৃষ্টি হয়। এতে করে শূন্যপদ পূরণে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে রামগঞ্জের ইছাপুরে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহনাজ আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হন। চন্দ্রগঞ্জ ও কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র গুলোতে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানায় জেলা প্রশাসন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন