লক্ষ্মীপুরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভালোবাসা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ: ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। আজ প্রেম-ভালাবাসার নির্মল আনন্দে মেতে উঠছে বিশ্ব। বিশেষত তরুণ-তরুণীরা প্রেমময় আবেগে ভালোবাসার বাহু মেলে ধরবে।

সেই দিনে ব্যতিক্রম আয়োজন করেছে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ফেন্ডস্ এসোসিয়েশন অব হেল্পিং পুওর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আদর্শ সামাদ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি পথ শিশুদের নিয়ে ভালোবাসার আনন্দে উজ্জ্বেবিত করেছে সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন জিহাদ, কোষাদক্ষ জাহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম,  সদস্য সুমনা, জিসান,বাপ্পি,মাসুদ,মুজাহিদ,শাওন,সুমনা,মিথিলা,মুনিয়া,মিমপ্রমুখ।

এসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রত্যেক পথ শিশুর হাতে লাল গোলাপ দিয়ে ভালোবাসা কুশল বিনিময় করেন। এছাড়াও প্রত্যেককে চকলেটও প্রধান করেন।
সংগঠনের দিনব্যাপি আয়োজনের মধ্যে রয়েছে, শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা, অপসংস্কৃতি রোধে ভালোবাসার নীতি বাক্য ও দুপুরের খাবার পরিবেশন ইত্যাদি।

সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন জিহাদ বলেন, ভালোবাসা একদিনের জন্য নয়। প্রতি মুহুর্তে, প্রতিটি মানুষের জন্য। একারনে আমারা শিশুদের নিয়ে ভালোবাসার বিভিন্ন নীতি বাক্য শিখানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন