লক্ষ্মীপুরে শিক্ষকের জমি দখলে নিতে হুমকি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষক নুরজাহান বেগেমের (৪৫) দখলীয় জমি জবরদখলের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষক সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

নুরজাহান বেগম উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আবদুর রবের স্ত্রী। তিনি লামচরী আরএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত আবুল কালাম একই গ্রামের মৃত ননা মিয়ার ছেলে। নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী আবদুর রবের ক্রয়কৃত ১৯ শতাংশ জমির কিছু অংশে দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী আবুল কালাম জমির ঠুমকো মালিকানা দাবি করছেন।

এছাড়া জমি দখলে নিতে সে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এসব ব্যাপারে প্রতিবাদ করলে মারমুখী হয়ে উঠে কালাম। এদিকে ওই জমি নিয়ে আদালতে মামলা চললেও জবরদখল করতে সে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ্যে সে ভাড়াটে দোকানী শাহ আলমকে (৫৪) দোকানে তালা দেওয়ার ও জমি দখলে নিবে বলে হুমকি দেয়।

এ ঘটনায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) ওই শিক্ষক রায়পুর থানায় একটি অভিযোগ(২১২) দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, দোকান কিংবা জমি দখলে নিতে কাউকে হুমকি দেয়া হয়নি। জমিটি নুরজাহানদের দখলে রয়েছে। তবে জমিটির কিছু অংশ আমি পাবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন