লক্ষ্মীপুরে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০ জন বেকার যুবকের অংশগ্রহণে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ সামনে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগীতায় সবুজ বাংলাদেশ এ আয়োজন করে। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হুমায়ুন কবির।

 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজল কায়েস, সবুজ বাংলাদেশের সভাপতি শাহিন আলম ও ইসমাইল হোসেন বাবু প্রমুখ। জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩০ জন বেকার যুবককের অংশগ্রহণে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামি ৬ দিন এ কার্যক্রম চলবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন