লক্ষ্মীপুরে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ জুন, ২০১৮ ৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মা-মনি সিস্টেম প্রজেক্ট এ আয়োজন করে।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহ্মদ ও অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অংশ নেন।
বক্তারা, মা ও শিশু মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার জন্য আহবান জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন