লক্ষ্মীপুরে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পরে লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দনবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তালন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেলে বই মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন