লক্ষ্মীপুরে ব্যবসা-বাণিজ্যসহ যান চলাচল বন্ধ, মাঠে সেনাবাহিনী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ২:০৭ অপরাহ্ণ

করোনা প্রতিরোধে লক্ষ্মীপুরে নিত্যপণ্য, ফার্মেসি, হাসপাতাল ব্যতিত সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সাথে রিকশা, ভ্যানসহ সকল ধরণের যান চলাচলও বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

এতে ব্যস্ত শহর অনেকটাই ফাঁকা হয়েছে। আয় বন্ধ হয়ে যাওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মধ্যে আতংকে বিরাজ করছে। নির্বাহী ম্যাজিষেষ্ট্রটদের নেতৃত্বে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী।

আজ পর্যন্ত লক্ষ্মীপুরে নতুন ৬৯ জনসহ মোট ৮৭২ জন হোম কোয়ারাইন্টাইনে আছে। হোম কোয়ারাইন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাহী ম্যাজিষেষ্ট্রটদের অধিনে সেনাবাহিনী টহল দিচ্ছে। এছাড়াও জনসচেতনতায় কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন সহ সকল জনপ্রতিনিধিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন